Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভূমি অফিস
বিস্তারিত

শিবালয় মৌজাধীন আর এস ২৬২ খতিয়ান ১০৪৬ দাগে ৮ শতাংশ ভূমির উপর ইউনিয়ন ভূমি অফিসটি অবস্থিত এবং আরিচা ঘাট শিবালয় শাখার অগ্রনী ব্যাংকের ২০০ গজ পিছনে অবস্থিত।

ছবি
ডাউনলোড
label.column.field_office_cism

কি সেবা কিভাবে পাবেন

 

কি সেবা

কিভাবে পাবেন

মন্তব্য

নামজারী ও জমাভাগ

নামজারী ও জমাভাগ একত্রী করণের জন্য ১০/- টাকার কোর্ট ফি দিয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর সরকারী নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের সাথে ছবি ও প্রয়োজনীয় দলিল পত্রের ফটোকপি/ওয়ারিশানন সার্টিফিকেট/ ফারায়েজ এর সত্যায়িত কপি, এস,এ ও  আর,এস পর্চার সার্টিফাইট কপি দিতে হবে। আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তদন্তের পুর্বক প্রস্তাব প্রেরণ করবেন। প্রস্তাব প্রাপ্তির পর সহকারী কমিশনার (ভূমি) কর্তর্ৃক শুনানী গৃহীত হবে। শুনানীর সময় মূল দলিল ,পর্চা সাথে নিয়ে আসতে হবে। প্রস্তাবটি মঞ্জুর হলে এ অফিস হতে নূন্যতম ২৪৫/- জমা দিয়ে ডি,সি, আর ও খারিজ খতিয়ান দেয়া হবে।

 

 

নামজারী/ জমা একত্রিকরণ

কোন ব্যক্তির মৃত্যুর পর  তার ওয়ারিশগণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর  নিকট  হতে মৃত্যু ও ওয়ারিশ সনদ সংগ্রহ করে  সহকারী কমিশনার (ভূমি) এঁর নিকট নামজারীর জন্য আবেদন করবেন। আবেদন পর্যালোচনা করে ওয়ারিশগনের নাম জোত ভূক্ত করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে আদেশ দিবেন।

 

 

ভূ: উ: কর

ভূ:উ:কর পরিশোধ করতে হলে এস,এ/আর,এস/ খারিজের পর্চাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে হবে এবং খাজনা / ভূ: উ: কর পরিশোধ করতে হবে।

 

 

অর্পিত সম্পত্তির ইজারা নবায়ন

অর্পিত সম্পত্তি নবায়নের ক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি) বরাবর ১০/- টাকার কোর্ট ফি সহ আবেদন করতে হবে। জমির শ্রেণী ও অবকাঠামোর ভিত্তিতে লীজমানি নির্ধারিত টাকা উপজেলা ভূমি অফিসে পরিশোধ করে ডি,সি, আর সংগ্রহ করতে হবে।

 

খাস জমি বন্দোবস্ত

কৃষি খাস জমি:কৃষি খাসজমি বন্দোবস্ত পাওয়ার জন্য ভূমিহীন দরিদ্র পরিবারকে আবেদন করতে হবে। আবেদনের সাথে ছবি, ভূমিহীন সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্র দিতে হবে।

 

অকৃষি খাসজমি:অকৃষিখাস জমিবন্দোবস্ত পাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদনের প্রেক্ষিতে ভূমি মন্ত্রাণালয়ের অনুমতি স্বাপেক্ষে বর্তমান বাজার মূল্যে দীর্ঘস্থায়ী বন্দোবস্ত দেওয়া হয়।

 

চান্দিনা ভিটি বন্দোবস্ত

চান্দিনা ভিটি ১ বছরের জন্য বন্দোবস্ত পাওয়ার ক্ষেত্রে ১০/- টাকার কোর্ট ফি সহ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে।  চান্দিনা ভিটি নবায়নের জন্য বাংলা বছরের শুরুতে একই নিয়মে আবেদন করতে করুন।

 

জমির শ্রেণী পরিবর্তন

জন স্বার্থে জমির শ্রেণী পরিবর্তন করতে হলে জেলা প্রশাসক বরাবর ১০/- টাকার কোর্ট ফি দিয়ে আবেদন  করতে হবে।

 

 

সিকস্তি - পয়স্তি

(নদী ভাঙ্গা এবং নতুন চর জাগা)

 নদীর তীরবর্তী এলাকা ভাঙ্গা এবং নতুন জেগেউঠা চর পরিমাপ করে উর্দ্ধতন  কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরন করা হয়। 

সিটিজেন চার্টার

‘সিটিজেন চার্টার’’

 

সেবার ধরণ

সেবা গ্রহীতার করণীয়

সেবা প্রদানের সময়

সেবা প্রদানে নিয়োজিত কর্মকর্তা/ কর্মচারী

নামজারী ও জমা ভাগ

নামজারী ও জমাভাগ একত্রী করণের জন্য ৫/- টাকার কোর্ট ফি দিয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর নির্ধারিত ফরমে দরখাসত্ম করতে হবে। দরখাসেত্মর সাথে ছবি প্রয়োজনীয় দলিল পত্রের ফটোকপি/ওয়ারিশানন সার্টিফিকেট/ ফারায়েজ এর সত্যায়িত কপি, এস,এ ও  আর,এস পর্চার সার্টিফাইট কপি দিতে হবে। আবেদন প্রাপ্তির পর সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তদমেত্মর প্রেক্ষিতে প্রসত্মাব প্রেরণ করবেন। প্রসত্মাব প্রাপ্তির পর সহকারী কমিশনার (ভূমি) কর্তর্ৃক শুনানী গৃহীত হবে। শুনানীর সময় মূল দলিল ,পর্চা সাথে নিয়ে আসতে হবে। প্রসত্মাবটি মঞ্জুর হলে এ অফিসে হতে নূন্যতম ২৪৫/- জমা দিয়ে ডি,সি, আর ও খারিজ খতিয়ান দেয়া হবে।

সবেবার্চ ৪৫ দিন

সহকারী কমিশনার (ভূমি)

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা

ভ: উ: কর

ভ:উ:কর পরিশোধ করতে হলে এস,এ/আর,এস/ খারিজের পর্চাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে হবে

তাৎক্ষাণিক

 

অর্পিত সম্পত্তির ইজারা নবায়ন

অর্পিত সম্পত্তি নবায়নের ক্ষেত্রে সহকারী কমিশনার (ভূমি) বরাবর ৫/- টাকার কোর্ট ফি সহ আবেদন করতে হবে। জমি ও অবকাঠামোর ভিত্তিতে লীজমানি নির্ধারিত টাকা সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি ভূমি অফিসে পরিশোধ করে ডি,সি, আর সংগ্রহ করতে হবে।

১০ দিন

 

খাস জমি বনোদাবসত্ম

কৃষি খাস জমি:কৃষি খাস জমি বন্দোবসত্ম পাওয়ার জন্য ভূমিহীন দরিদ্র পরিবারকে আবেদন করতে হবে। আবেদনের সাথে ছবি, ভূমিহীন সার্টিফিকেট, জাতীয় পরিচয় পত্র দিতে হবে।

অকৃষি খাসজমি:অকৃষিখাস জমি ন্দোবসত্ম পাওয়ার জন্য জেলা প্রশাসক বরাবর আবেদনের প্রেক্ষিতে ভূমি মন্ত্রাণালয়ের অনুমতি স্বাপেক্ষে বর্তমান বাজার মূল্যে দীর্ঘস্থায়ী বন্দোবসত্ম দেওয়া হয়।

৩ মাস

সহকারী কমিশনার (ভূমি)

চান্দিনা ভিটি বন্দোবসত্ম

চান্দিনা ভিটি ১ বছরের জন্য বন্দোবসত্ম পাওয়ার ক্ষেত্রে ৫/- টাকার কোর্ট ফি সহ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করতে হবে।  চান্দিনা ভিটি নবায়নের জন্য বাংলা বছরের শুরুতে একই নিয়মে আবেদন করতে করুন।

১ মাস

সহকারী কমিশনার (ভূমি)

জমির শ্রেণী পরিবর্তন

জন স্বার্থে জমির শ্রেণী পরিবর্তন করতে হলে জেলা প্রশাসক বরাবর ৫/- টাকার কোর্ট ফি দিয়ে আবেদন  করতে হবে।

৩ মাস

সহকারী কমিশনার (ভূমি)

 

 

বি:দ্র: ভূমি উন্ন্য়ন কর বকেয়ার দায়ে আপনার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হতে পারে এবং আপনার সম্পত্তি নিলাম হয়ে যেতে পারে। সুতরাং নিলাম এড়াতে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত ভূমি উন্নয়নকর/খাজনা পরিশোধ করুন।

         

এছাড়া ভূমি সংক্রামত্ম  যে কোন  সমস্যা বা পরামর্শের প্রয়োজন হলে সহকারী কমিশনার (ভূমি) এর সাথে সরাসরি   অথবা ০২৭৭১৬০২২ ফোনে যোগাযোগ করুন।

সাধারণ তথ্য

বর্তমানে কোন গুরুত্বপূর্ন তথ্য নাই।

label.column.field_projects

বর্তমানে কোন গুরুত্বপূর্ন প্রকল্প নাই।

যোগাযোগ

মানিকগঞ্জ জেলা থেকে বাসষ্টান্ড হতে ঢাকা-আরিচা মহাসড়কে, আরিচাগামি বাসে অথবা সি এনজি করে আরিচা ঘাটে আসতে হবে। তারপর হেটে অথবা রিক্সায় করে ইউনিয়ন ভূমি অফিসে আসা যাবে।

মোবাইল নং- ০১৭৩০৪৫৩২৪২