Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিআরডিবি

বাস্তবায়নাধীন প্রকল্পসমূহঃ

 

১.      মূল কর্মসূচী।

২.     আবর্তক ঋণ কর্মসূচী।

৩.     পল্লী দারিদ্র বিমোচন কর্মসূচী (পদাবিক)।

৪.      সমন্বিত দারিদ্র বিমোচন কর্মসূচী (সদাবিক)।

৫.     পল্লী প্রগতি প্রকল্প।

৬.     মহিলা বিত্তহীন কেন্দ্রীয় উন্নয়ন সমিতি (মবিকেউস)।

৭.      দূঃস্থ্য পরিবার উন্নয়ন সমিতি (দূপউস)।

৮.    অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের প্রশিক্ষণ এবং 

আত্মকর্মসংস্থান।

৯.      একটি বাড়ি একটি খামার প্রকল্প।

 

 

সকল প্রকল্পে একীতূত তথ্যাবলী ঃ

(লক্ষ টাকায়)

মোটা সমিতি / দল গঠন

মোট সদস্য অন্তভূক্তি

মোট শেয়ার জমা

মোট সঞ্চয় জমা

মোট কর্জ বিতরণ

মোট কর্জ আদায়

কর্জ আদায়ের হার

 

৪৫৪ টি

 

১১৬৬০ জন

 

৯.৬১

 

৮০.৮৩

 

২৪০৩.৭৬

 

২১১৬.৪৮

 

৯৮%

 

 

একটি বাড়ি একটি খামার প্রকল্পঃ

 

অন্তভূক্ত ইউনিয়নের সংখ্যা

মোট সমিতি গঠন

মোট সদস্য অন্তভূক্তি

তহবিলের পরিমাণ

মোট তহবিল

ঋণ বিতরণের পরিমাণ

মোট কিস্তি পরিশোধের পরিমাণ

হার

পুরুষ

মহিলা

নিজস্ব সঞ্চয়

উৎসাহ বোনাস

ঋণ তহবিল

৪ টি

৩৬ টি

১৪৪০ জন

৭২০ জন

৫৫.৪০

৪৪.৬১

৪০.৮৮

১৪০.৮৯

৫৯.৬৮

৩.৮৯

৯৫%

 

 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, শিবালয়, মানিকগঞ্জ।

আমি নিম্ন বর্ণিত সেবাসমূহ প্রদান করে থাকিঃ

 

·        পল্লীতে বসবাসরত দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচনের লক্ষ্যে ও শ্রেণী এবং পেশা ভিত্তিক সংগঠন তৈরী করতে সহযোগীতা দান।

·        উপকারভোগী সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে উপজেলার বাস্তবায়নাধীন আনুষ্ঠানিক যাবতীয় প্রকল্প/কর্মসূচী বাস্তবায়ন। দরিদ্র জনগোষ্ঠীর স্ব-নির্ভরতা অর্জনের  লক্ষ্যে ক্ষুদ্র ক্ষুদ্র জমার মাধ্যমে নিজস্ব পুজি গঠনের সুযোগ সৃষ্টি।

·        উৎপাদন মূখী ও আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড বাস্তবায়নকল্পে ঋণ মুঞ্জুরী বিতরণ ও আদায় কার্যক্রম পরিচালনা।

·        আনুষ্ঠানিক সমিতির সদস্যদের নিবন্ধনের পর পরই এবং অনানুষ্ঠানিক দল গঠনের ৮ (আটি) সপ্তাহর পর সদস্যদের ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ, উপকারভোগী সদস্যদের সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির জন্য চাহিদা ভিত্তিক প্রশিক্ষণের প্রয়োজন।

·        ইস্পিত জনগোষ্ঠীর নিরবচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিতকল্পে উপজেলার সকল কার্যক্রম তদারকি ও পরিবিক্ষণ।

·        উপকারভোগী সদস্যদের অন্যান্য জাতি গঠনমূলক বিভাগের সেবা প্রাপ্তির লক্ষ্যে আন্তঃবিভাগীয় সমন্বয় সাধন।

·        সদস্যদের উৎপাদিত শস্যের ন্যায্য মূল্য নিশ্চিত করণের জন্য বাজারজাত করণ কার্যক্রম পরিচালনা।

·        কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচযন্ত্র ব্যবস্থাপনা এবং পরিবেশ উন্নয়নকল্পে বৃক্ষরোপন স্যানিটেশনসহ নানামূখী সম্প্রসারণমূলক কার্যক্রম পরিচালন।

 

 

 

টেলিফোন নম্বারঃ ৭৭১৬১৯১

মোবাইল নম্বারঃ ০১৭১৪ ৬৪৮৯৮০

ই-মেইলঃ  urdoshibalaya@ebek-rdcd.gov.bd

                                                                                                    

(হামিদা আহমেদ

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা

বিআরডিবি

শিবালয়, মানিকগঞ্জ।