আপোষনামা
অদ্য ১৩-০৯-২০১৪ই তারিখ শনিবার বেলা ১০.৩০ ঘটিকার সময় শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব, মোঃ মোবারক হোসেন সাহেবের সভাপতিত্বে আরপাড়া মোনসুর মাষ্টারের বাড়ী শালিশী বৈঠক অনুষ্ঠিত হয় আমরা নিমণ স্বারকারী প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষদবয় উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আপোষ মীমাংসা করিয়া লই।
আপোষ মীমাংসার শর্তাবলীঃ-
1) আমরা প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষদবয় নিজ নিজ খরচে মামলা মোকদ্দমা তুলে আনবো।
2) এই বিষয়ে আমরা প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষদ্বয় ভবিষ্যতে কোন নতুন করে মোকদ্দমা করিবোনা, করিলে সর্ব আদালতে অগ্রাহ্য বলিয়া গন্য হইবে।
3) আমরা উভয় পক্ষদ্বয় সামাজিক ভাবে শামিত্ম শৃংখলা বজায় রাখিয়া বসবাস করিবো।
উপরোক্ত শর্তাবলী মানিয়া লইয়া আমরা প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষগণ স্বেচ্ছায়-স্বজ্ঞানে ও অন্যের বিনা প্ররোচনায় স্বাক্ষর করিলাম।
স্বাক্ষীগণের স্বাক্ষর প্রথম পক্ষ
১। ১।
২। দ্বিতীয় পক্ষ
৩। ১।
৪। ২।
৫। ৩।
৪।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস